Kayaking in Bangladesh(কাপ্তাই)
যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় নদীতে নৌকা দিয়ে চড়তে কেমন লাগে!!নিশ্চই বলবেন,ভালোই লাগে!এবার যদি পালটা প্রশ্ন করা হয়,আপনাকে যদি কয়েক মুহুুর্তের জন্য নৌকায় শুধু চড়তে না, চালাতেও দেওয়া হয় তখন কেমন বোধ করবেন!!নিশ্চই এমন অভিজ্ঞতা আগে হয়নি।হলেও ৫/১০ মিনিটের বেশী স্থায়ী হয়নি। তো,হয়ে যাক না নতুন কোন অভিজ্ঞতা। নিজ হাতে নৌকা চালানোর অভিজ্ঞতাটা নিতে চলে আসুন 'কাপ্তাই কায়াক ক্লাব' ।মনোরম পরিবেশে কর্ণফুলী নদীর খরস্রোতা পানিতে কায়াকিং করতে পারবেন যতক্ষন খুশি ততক্ষন। একটি কায়াকিং বোটে সর্বোচ্চ ২ জন উঠতে পারবেন।যারা সাতার পারেন না তাদেরকে কায়াকিং এর আনন্দ থেকে বঞ্চিত করছে না কায়াক ক্লাব।সবার জন্যই আছে লাইফ জ্যাকেটের ব্যবস্থা।জরুরী প্রয়োজনে ঘাটে রাখা আছে ইঞ্জিন নৌকা।কায়াক ক্লাব কর্তৃপক্ষ বোট ভাড়া দেয় আধা ঘন্টা এবং এক ঘন্টা হিসেবে।আধা ঘন্টা কায়াক করলে ১৫০টাকা(২ জন) এবং ১ ঘন্টা কায়াক করলে ৩০০টাকা(২ জন)।তবে চুয়েট এবং সুইডেন পলিটেকনিকনিকাল ইন্সটিটিউট এর স্টুডেন্টদের জন্য ঘন্টা প্রতি ২০০ টাকাএবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের জন্য ঘন্টাপ্রতি ২৫০ টাকা করে রাখে। তবে