Furamon Pahar(ফুরামন পাহাড়)
ফুরামন পাহাড় কেউ বলে ১৮০০ ফুট, জিপিএস বলে ২০০০ ফুট, যাই হোক, কথা বলছিলাম, রাঙামাটির সদরের সব থেকে বড় পাহাড় ফুরামন থেকে (Fura Mown)। সেমিস্টার ফাইনাল এর প্যারা শেষে ভাবলাম একটু পাহাড় থেকে ঘুরে আসি। কিন্তু বান্দরবান যাবার ফুরসত ছিলনা। তাই ভাবলাম চট্টগ্রাম থেকে একদিনের ট্যুরে কোন পাহাড়ে ঘুরে আসি।বন্ধুবর মুরাদ মাহমুদ ভাই ও ফুরামনে ট্রাকিং করার মচতকার এক প্লান নিয়ে হাজির একই সময়। বন্ধুবর কাউছার আহমেদ ও সায় দিয়ে দিল। আমার তো পোয়া বারো। সব ঠিকঠাক করে বি আর টি সি বাস স্ট্যান্ড থেকে রওনা দিলাম সকাল ৭টার বাসে রাঙামাটির উদ্দেশ্যে।নামলা ম মানিকছড়ি বাজারে । বাজারের ওপরেই ইউসুফ ভাইয়ের দোকান। হাল্কা নাস্তা সেরে সি এন জি নিলাম। ফুরামন যাব বললেই নিয়ে যাবে। ৮০-৯০ টাকা যার থেকে যেভাবে পারে নে। একেবারে পাহ...