Posts

Showing posts from July, 2017

Bashbaria Sea Beach

Image
বাঁশবাড়িয়া সমুদ্র সৈকতঃ                                              দেখতে অনেকটা কার্পেট এর মত..!!                                                                    ঝাউবন ছুটির শেষপ্রান্তে এসে যাওয়া হইলো এতদিন ধরে শুনে আসা এই জায়গায়! জায়গার সৌন্দর্য যদ্দুর পারা যায় ছবি তুলে আনলেও ঐ জায়গার পাগলা বাতাস, ব্রিজটার উপরে হেটে যাওয়ার সময় হঠাৎ ঢেউ এর ধাক্কা, ঝাউবনে বসে বিকালটা শেষ হতে দেখা এসবের ঐ জায়গায় যাওয়া লাগবেই লিখে বা বলে বুঝানো যাব...