Sajek Valley

সাজেক ভ্রমনঃ ২৫/১২/১৬ রাত ১০:১৫ মিনিটে শান্তি পরিবহনে করে খাগড়াছড়ির উদ্দেশে যাত্রা শুরু। ভাড়া ৫২০ টাকা প্রতিজন। অনেক বাস আছে শ্যামলি, সৌদিয়া,ইকনো এবং অন্যান্য। শান্তি পরিবহনে সামনের দিকে সিট পেয়েছিলাম। তাই এটাটেই টিকিট কেটেছিলাম। মেঘে ঢাকা সাজেক ২৬/১২/১৬ ভোর ৫টার দিকে খাগড়াছড়ি পৌছাই। তখনো নাস্তা করার জন্য কোন হোটেল খোলেনি।তারপর একটু অপেক্ষা করে বাসষ্ট্যন্ডের পাশেই মনটানা হোটেল এ নাস্তা খাই। খাবারের মান ভালো এবং দাম সহনীয়। তারপর আশেপাশে থাকার জন্য কয়েকটি হোটেল খোজ করি। একটাও তেমন ভাল লাগেনা। তখন এক অটো ড্রাইভার এর পরামর্শে শহরের একটু বাইরে hotel echochari inn এর উদ্দেশে রওয়ানা দেই। বাসষ্ট্যন্ড থেকে যেতে সেখা...