Chalonda giripath(চালন্দা গিরিপথ)
চালন্দা গিরিপথঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়..... কারো কাছে লাইফ হেল করা প্রেসার কুকার আবার কারো কাছে অপরুপ নারীর রুপের চেয়ে কম কিছু না.. ১৭৫৪ একরের ক্যাম্পাস টা কাউকে করে বিমোহিত আবার কাউকে করে আশাহত.. তবে আপনি যদি বহিরাগত হন আপনাকে মোটেও আশাহত করবে না এই ক্যাম্পাস.. ক্যাম্পাসে নরমালি ঘুরার অনেক জায়গা আছে কিন্তু আমি এখন একটা ইউনিক জায়গা সম্পর্কে বলতে যাচ্ছি।জায়গাটার নাম চালন্দা গিরিপথ। ঝর্না ভালবাসেন?ঝিরিপথে পা ভিজিয়ে সবুজ অরন্যে হারিয়ে যেতে চান?তবে আপনাকে সাদরে স্বাগতম জানাচ্ছে চালন্দা গিরিপথ।সবুজ অরন্যে হারিয়ে যাওয়ার মত পথ আর সাহস হারাতে না চাইলে ১০ জনের একটা দল নিয়ে সেখানে যাবেন। চালন্দা বা শীতলপুর ট্রেইল যেতে হলে আপনাকে পৌছাতে হবে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলা ঝুপড়িতে।সেখান থেকে শুকনো খাবার, পানি সংগ্রহ করে নিতে পারেন।ঝুপড়ির পিছনের রাস্তা ধরে হাটা দিন।খালের মত একটা জায়গা দেখতে পাবেন।ঐটা ধরেই হাটতে থাকুন এবং হারাতে থাকুন সুন্দর অরন্যে।বলতে ভুলে গেছি লাঠি বা বাশ নিতে ভুলবেন না।কিছু কিছু জায়গায় খাদ সদৃশ জায়গা আছে যা আপনার হাতে বাশ থাকলে আপনি বাশের সাহায্যে জায়গা গুলা সনাক্ত করতে পারবেন।ঝিরিপথের মাঝখানে ছোট ছোট কিছু ঝিরিপথ ভাগ হয়ে অন্য দিকে চলে গেছে।ঐ দিকে যাবার দরকার নেই,পথ হারিয়ে ফেলতে পারেন।
হাটতে হাটতে ঘন্টা দেড়েকের মধ্যে পৌছে যাবেন সরু এক পাহাড় গাত্রের মাঝখানে।বর্ষাকালে অইখানে পানি জমে থাকে ফলে দু পা সবোর্চচ কোনে প্রসারিত করে পাহাড় গাত্র পার হয়ে সামনে এগুতে হয়।সামনে এগুলে আরো পাথর,পিচ্ছিল পাহাড়গাত্র,ছোট ঝর্না পাবেন। নব্য ট্র্যাকারদের জন্য চালন্দা গিরিপথ একটি উত্তম স্থান।তো ট্র্যাকার প্রেমী ভাইয়া আপুরা!!হয়ে যাবে নাকি একটি এক্সাইটিং ট্যুর ফ্রম কলা ঝুপড়ি টু চালন্দা গিরিপথ..
লেখকঃ স্বরুপ ভৌমিক অন্তু
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়..... কারো কাছে লাইফ হেল করা প্রেসার কুকার আবার কারো কাছে অপরুপ নারীর রুপের চেয়ে কম কিছু না.. ১৭৫৪ একরের ক্যাম্পাস টা কাউকে করে বিমোহিত আবার কাউকে করে আশাহত.. তবে আপনি যদি বহিরাগত হন আপনাকে মোটেও আশাহত করবে না এই ক্যাম্পাস.. ক্যাম্পাসে নরমালি ঘুরার অনেক জায়গা আছে কিন্তু আমি এখন একটা ইউনিক জায়গা সম্পর্কে বলতে যাচ্ছি।জায়গাটার নাম চালন্দা গিরিপথ। ঝর্না ভালবাসেন?ঝিরিপথে পা ভিজিয়ে সবুজ অরন্যে হারিয়ে যেতে চান?তবে আপনাকে সাদরে স্বাগতম জানাচ্ছে চালন্দা গিরিপথ।সবুজ অরন্যে হারিয়ে যাওয়ার মত পথ আর সাহস হারাতে না চাইলে ১০ জনের একটা দল নিয়ে সেখানে যাবেন। চালন্দা বা শীতলপুর ট্রেইল যেতে হলে আপনাকে পৌছাতে হবে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলা ঝুপড়িতে।সেখান থেকে শুকনো খাবার, পানি সংগ্রহ করে নিতে পারেন।ঝুপড়ির পিছনের রাস্তা ধরে হাটা দিন।খালের মত একটা জায়গা দেখতে পাবেন।ঐটা ধরেই হাটতে থাকুন এবং হারাতে থাকুন সুন্দর অরন্যে।বলতে ভুলে গেছি লাঠি বা বাশ নিতে ভুলবেন না।কিছু কিছু জায়গায় খাদ সদৃশ জায়গা আছে যা আপনার হাতে বাশ থাকলে আপনি বাশের সাহায্যে জায়গা গুলা সনাক্ত করতে পারবেন।ঝিরিপথের মাঝখানে ছোট ছোট কিছু ঝিরিপথ ভাগ হয়ে অন্য দিকে চলে গেছে।ঐ দিকে যাবার দরকার নেই,পথ হারিয়ে ফেলতে পারেন।
হাটতে হাটতে ঘন্টা দেড়েকের মধ্যে পৌছে যাবেন সরু এক পাহাড় গাত্রের মাঝখানে।বর্ষাকালে অইখানে পানি জমে থাকে ফলে দু পা সবোর্চচ কোনে প্রসারিত করে পাহাড় গাত্র পার হয়ে সামনে এগুতে হয়।সামনে এগুলে আরো পাথর,পিচ্ছিল পাহাড়গাত্র,ছোট ঝর্না পাবেন। নব্য ট্র্যাকারদের জন্য চালন্দা গিরিপথ একটি উত্তম স্থান।তো ট্র্যাকার প্রেমী ভাইয়া আপুরা!!হয়ে যাবে নাকি একটি এক্সাইটিং ট্যুর ফ্রম কলা ঝুপড়ি টু চালন্দা গিরিপথ..
লেখকঃ স্বরুপ ভৌমিক অন্তু
Comments
Post a Comment